Posts

Showing posts from December, 2020

সবুজ ডুয়ার্স, নীল পাহাড় আর এক টুকরো ইতিহাস - অর্ণব রায়

Image
শীত আসলেই মনটা ছুটি ছুটি করে । উত্তরবঙ্গে থাকি তাই হাত বাড়ালেই পাহাড় চা বাগান আর জঙ্গলের নীল সবুজ ক্যানভাস । কিন্তু ওই স্টেশনের কাছের লোকের ট্রেন মিস করা বলে একটা কথা আছে না , সেটা আমার ক্ষেত্রেও হাড়ে হাড়ে সত্যি । কাজের চাপে ঘরের কাছের ভালোলাগার জায়গাগুলোতেও সব সময় যাওয়া হয়ে ওঠে না । কালীপুজো, দীপাবলী আর ভাইফোঁটা মিটে যাবার পর বাঙালির প্রাণে একটা অদ্ভুত ফাঁকা ফাঁকা ভাবের সৃষ্টি হয় । সব উৎসব শেষ। ক্রিসমাস তো সেই প্রায় দেড় মাস পর । মনে সর্বক্ষণ একটা কি করি কি করি ভাব । এবছর পুজোয় কোভিড পরিস্থিতির কারণে ট্রেন বন্ধ থাকায় বন্ধুরা কেউ বাড়ি ফিরতে   পারেনি । কালীপুজোর আগে ট্রেন চলায় তবুও এক বন্ধু বাড়ি ফিরতে পেরেছে ।   ওর সাথে প্ল্যান  করছিলাম,  ঠিক তথাকথিত কোনও ‘ ট্যুরিস্ট ডেসটিনেশান ’ নয়, কিন্তু মনকে ছুঁয়ে যাবে এমন কোনও জায়গায় একটা দিন কাটানোর।  নীলাদ্রি আর আমি দুজনেই ডুয়ার্স সুন্দরীর প্রেমিক। আমি ইতিহাসের ছাত্র না হলেও, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস আমার আগ্রহের বিষয়। আর হিমালয়ের পাদদেশে অ