Posts

Showing posts from August, 2020

সুদূরের সুরে 'বুদ্ধা বার' এ - অর্ণব রায়

Image
আচ্ছা বার অ্যান্ড রেস্টরেন্ট বলতে আম-জনতা সাধারনত কি বোঝে? একটা মোটামুটি পরিষ্কার পান আহার করার জায়গা। তাইতো? আর ডিজে বলতে সাধারনত বুঝি দুর্গাপূজার ভাসানে উৎকট বাজনা সহযোগে নেত্য, অথবা বিয়েবাড়িতে প্রতিবেশীদের কানের উপর অত্যাচার করে দুম দাম উফার বাজিয়ে উল্লাস। তাইনা? তবে প্যারিসের ‘বুদ্ধা বার’ সম্পর্কে জানলে আপনার এই দুটো ধারনাই পাল্টাতে বাধ্য। তখন লালমোহনবাবুর মত বলবেন, ‘এ কোথায় এলাম মশাই’! বুঝলেন না তো? আচ্ছা তাহলে গল্পটা শুরু থেকেই বলা যাক...... প্যারিসের এক দম্পতি, রেমন্ড ভিসান (Raymond Visan) এবং তাঁর স্ত্রী তার্জা  ভিসান (Tarja Visan)। রেমন্ড নবীন হোটেলিয়ার। আদতে রোমানিয়ার বাসিন্দা। রোমানিয়ায় সোভিয়েত আক্রমনের পর সেদেশে রাজনৈতিক অস্থিরতার সময় উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন প্যারিসে। সেখান থেকে নিজের বুদ্ধি অধ্যাবসায়কে কাজে লাগিয়ে হোটেল ব্যবসায় লক্ষ্মীলাভ। আর তার্জা ছিলেন উঠতি মডেল, ভাগ্যান্বেষণে ফিনল্যান্ড থেকে এসেছেন ‘ছবির দেশ, কবিতার দেশ’ ফ্রান্সের রাজধানী প্যারিসে। কাজের সূত্রে আলাপ, আর তারপর সেই আলাপ ক্রমশ রসায়ন পরিবর্তন করে পরিণত হয় প্রেমে। সময়টা ১৯৮০। রেমন্ড আর তার্জা বেরিয়ে পড়েন