Posts

Showing posts from February, 2023
Image
কিছু বিরল উপন্যাস থাকে যা পড়ার সময় পাঠক সূক্ষ্মভাবে একাত্ম হয়ে যান চরিত্রদের সাথে। যেখানে লেখক পাঠককে কাহিনীর সময়কালে পৌঁছে দেন তাঁর লেখনীর  মাধ্যমে। বিশেষ করে তা যদি বাস্তব ইতিহাসের কোনো সময়কাল ও চরিত্র ভিত্তিক হয় তাহলে তো কথাই নেই। সেই সময়ের রূপ রস বর্ণ গন্ধ সবই তখন পাঠক অনুভব করতে পারেন। পাতার পর পাতা শেষ করেও ক্লান্তি আসা তো দূরের কথা, ক্ষিদে তেষ্টাও ভুলে যেতে হয়। তথ্যের ভারে বোঝাই নয় অথচ তথ্যবহুল এই উপন্যাস। কাহিনীর চরিত্রদের সংলাপগুলি পড়লে বোঝা যায় যে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের কথ্য ভাষাকেই লেখক সযত্নে চরিত্রদেরকে দিয়ে বলাননি, সেই সময়ের  আধ্যাত্নিক চেতনা ও দর্শনকেও পাঠকমনে সঞ্চারিত করেছেন। মূল কাহিনীটি অতীতকালের দুটি টাইমলাইনে বর্ণিত। যেখানে ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে, কথক চরিত্র চিনিবাস শ্রাবণের এক বর্ষণক্লান্ত দ্বিপ্রহরিক গল্প-আসরে, কাহিনীর মূল চরিত্র গদাইয়ের পারিবারিক ইতিহাস গল্প হিসাবে বর্ণিত করেছেন।  কাহিনীর প্রথম পৃষ্ঠার শুরুরতেই লেখক যে আবহ তৈরি করেন তা পাঠককে নিমিষে মোহাবিষ্ট করে ফেলার ক্ষমতা রাখে।যেমন...  'আষাঢ় চলিয়া গিয়া শ্রাবণ আসিয়া পড়িয়াছে। সকাল হইতে ঝুম