Posts

Showing posts from October, 2020

প্রাচীন বাংলার দুর্গাপূজার পটভূমিকায় জলপাইগুড়ি : অর্ণব রায়

Image
             আজ শরৎকালীন যে  দুর্গোৎসব বাংলার অন্যতম প্রধান উৎসব তার শুরু ১৭৫৭ সালে । সেবছরই জুন মাসে পলাশির যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজদ্দৌল্লার বিরুদ্ধে ইংরেজদের জয়কে ‘ সেলিব্রেট ’ করার উদ্দেশ্যে এবং  বাংলার কিছু ধনী ব্যক্তি, রাজা ও জমিদার শ্রেনীর উদ্যোগে এবং  মূলত ইংরেজ সেনাপতি ক্লাইভের উৎসাহেই সূচনা হয় হয় এই উৎসবের । তাঁরা চাইছিলেন এমন একটি উৎসবে পালন করতে যা হিন্দু প্রজাদের মনেও প্রভাব বিস্তার করবে আবার পলাশীর যুদ্ধের স্মারক হিসেবেও থেকে যাবে।বসল আলোচনা সভা, খোঁজ শুরু হল উৎসবের। তত্ত্ব তালাশ করে দ্যাখা গেল, কোলকাতা  সন্নিহিত অঞ্চলে ১৬১০ সাল থেকে  বড়িশার সাবর্ণ রায়চৌধুরি পরিবারে দুর্গাপুজোর প্রচলন থাকলেও , ১৫৮২ সালে বারো ভুঁইয়াদের অন্যতম রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ন যে উৎসব শুরু করেন তার জৌলুস ছিল দেখবার মত। এযুগের হিসেবে প্রায় এক কোটি টাকা খরচ হত সেই উৎসবে। সেই ইতিহাসের খবর দেশীয় রাজাদের মারফৎ পৌঁছায় ক্লাইভের কানেও, সেই ধাঁচেই পরিকল্পনা করা হয় উৎসবের। সেই মোতাবেক নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় ও শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের বাড়িতে শুরু হয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ‘ উৎস